Ami Jamalpurer Pola ( আমি জামালপুরের পোলা )


Ami Jamalpurer Pola ( আমি জামালপুরের পোলা )

Song - Ami Jamalpurer Pola ( আমি জামালপুরের পোলা )
Singer- Agun and Mamtaz
Movie - Hridoyer Kotha
Cast : Riyaz / Purnima / Mousumi


আমি জামালপুরের পোলা 

আমি জামালপুরের পোলা, দেড়শ টাকা তোলা

দেখলে তোরে এই অন্তরে লাগে প্রেমের দোলা
ও দোলা রে..
আমি জামালপুরের মাইয়া, দেশী পোলা পাইয়া
দিলের মধ্যে প্রেমের সুরুজ উঠে ঝলমল লইয়া.

বুড়ির দোকান গিয়া তোরে
মিষ্টি দিমু খাইতে
সুরুভিতে দেখমু দুজন বাংলা ছবি রাইতে
হে বুড়ির দোকান গিয়া তোরে
মিষ্টি দিমু খাইতে
সুরুভিতে দেখমু দুজন বাংলা ছবি রাইতে
ঠোঁট রাঙাইয়া আসমু আমি নান্দি নারে পানে
ভালোবাসার কথা কমু তোরই কানে কানে
তোর লাগি দিবানিশি মনের দুয়ার খোলা
ও খোলা রে
আমি জামালপুরের মাইয়া, দেশী পোলা পাইয়া
দিলের মধ্যে প্রেমের সুরুজ উঠে ঝলমল লইয়া
আমি জামালপুরের পোলা, দেড়শ টাকা তোলা
দেখলে তোরে এই অন্তরে লাগে প্রেমের দোলা
ও দোলা রে..

বকুলতলা তোরি গলায় দিমু ফুলের মালা
গ্যাপে গ্যাপে মিটাও মোরে
আমার প্রেমের জ্বালা
বকুলতলা তোরি গলায় দিমু ফুলের মালা
গ্যাপে গ্যাপে মিটাও মোরে
আমার প্রেমের জ্বালা
মাজারেতে দুজনাতে বাঁনমো প্রেমের সুতা
তোর সঙ্গে করতে দেখা খুঁজমো নানান শোতা
তুই যে আমার কুটুকুটু মস্ত প্রেমিক সাইয়া
আমি জামালপুরের পোলা, দেড়শ টাকা তোলা
দেখলে তোরে এই অন্তরে লাগে প্রেমের দোলা
ও দোলা রে..
আমি জামালপুরের মাইয়া, দেশী পোলা পাইয়া
দিলের মধ্যে প্রেমের সুরুজ উঠে ঝলমল লইয়া.

 

Post a Comment

0 Comments